হ্যা ! এবং ভবিষ্যৎতে ১০০% ফ্রি-ই থাকবে !
না । কোন রেজিস্ট্রেশনের ঝামেলা নাই।
সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। এটি আমাদের Small Programmers অন্তর্গত অপরাজেয় ডট কম এর একটি প্রোজেক্টের অংশ মাত্র।
আমাদের আপনি বিভিন্নভাবে সাহায্য করতে পারেন । আমাদের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে, আমাদের ওয়েবসাইটের কিংবা সফটওয়্যারের প্রচারনা করে, বুদ্ধি পরামর্শ দিয়ে কিংবা আর্থিক সহায়তা দিয়ে । এইক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন ।
অপরাজেয় ডিকশনারি ওয়েব সংস্করণে ৭ লাখেরও বেশী তথ্য রয়েছে । তবে শব্দভান্ডাদের যে শেষ নেই সেটি আমরা অস্বীকার করবোনা। অনেক অনেক শব্দ আছে যেগুলা আমাদের অপরাজেয় ডিকশনারিতে নেই( ওয়েব সংস্করণ,ডেস্কটপ কিংবা অ্যাপ) সেই ক্ষেত্রে আমরা কুকি পলিসি ব্যবহার করি এবং আপনি কি সার্চ করলেন সেটি আমরা মার্ক করে রাখি । যদি দেখি আপনার সার্চকৃত শব্দটি আমাদের ডিকশনারিতে নেই সেইক্ষেত্রে আমাদের টিম সেই শব্দাটির তথ্য খুঁজে বের করে আমাদের ওয়েবসাইটে হালনাগাদের চেস্টা করে । তাই আপনি যদি আজকে কোন শব্দার্থ সার্চ করে না পান তবে সেটি কাল অবশ্যই পাবেন (যদি শব্দটি অর্হবহ হয়ে থাকে)
হ্যা আছে। আপনি যদি আমাদের সাইটের প্রচারনা করেন এবং আমাদের সফটওয়্যার আপনার দ্বারা বিক্রয় হয় তবে সেখান থেকে একটা সম্মানী আপনাকে তৎক্ষনা প্রদান করা হবে । তবে এই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত সক্রিয় থাকতে হবে। কেমন সম্মানী দেওয়া হবে এখানে উল্লেখ করে দেওয়া হয়নি কারন সেটা আপনার সক্রিয়তার উপর নির্ভর করবে । সব চেয়ে ভালো হয় আমাদের সাথে যোগাযোগ করে সমস্ত বিষয় ক্লিয়ার করে নিলে ।